চট্টগ্রামে প্রফেশনালস ক্রিকেট লিগ ৯ মার্চ থেকে শুরু , অংশ নিচ্ছে ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান


চট্টগ্রাম ব্যুরো: ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের টিম নিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম প্রফেশনালস ক্রিকেট লিগ (সিপিসিএল)-২০১৮। ডেকাথলন বাংলাদেশের উদ্যোগ ও ম্যাফ সুজ লিমিটেডের সহযোগিতায় বন্দর স্টেডিয়ামে ৯ থেকে ২৭ মার্চ এ টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে চট্টগ্রামের প্রথম সারির ১৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। সেগুলো হচ্ছে ম্যাফ সুজ লিমিটেড, ডেকাথলন বাংলাদেশ, ফোরএইচ গ্রুফ, ইয়াংওয়ান গ্রুপ, এসএ গ্রুফ, ইউএফএম বিডি লিমিটেড, এলিট পেইন্ট, কোটস বাংলাদেশ, হোটেল আগ্রাবাদ, বিএসআরএম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনুস্কো গ্রুপ এবং একে খান গ্রুপ। নগরীর বন্দর স্টেডিয়াম, হালিশহরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ ও পিএইচ আমিন একাডেমি স্কুল মাঠে টুর্নামেন্টের ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিসিএল আয়োজক কমিটির আহ্বাবায়ক জসীম আহমেদ।
তিনি বলেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কারের মূল্যমান নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা ও রানার আপ টিমের জন্য ১ লাখ টাকা। টুর্নামেন্টে প্রতি ম্যাচে থাকবে ম্যান অব ম্যাচের পুরস্কার। আরও রয়েছে বেস্ট ব্যাটস ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও বেস্ট বোলার অব দ্যা টুর্নামেন্ট।
সম্মেলনে ম্যাফ সুজ লিমিটেডের ডিজিএম মো. আতাউর রহমান, এলিট পেইন্টের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শাহজালাল, ইউএফএম বিডি লিমিটেডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় কাস্তগীর, জান্ট এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন, আবু মোহাম্মদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
জসীম আহমেদ আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ ক্রিকেট লিগের আয়োজন। বিশেষ করে ব্যবসার পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, পারস্পরিক আস্থা বাড়াতে এ ক্রিকেট লিগ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তৈরিতে ক্রীড়ার ভূমিকাকে সামনে নিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করাই এর উদ্দেশ্য।