ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রফেশনালস ক্রিকেট লিগ ৯ মার্চ থেকে শুরু , অংশ নিচ্ছে ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো: ১৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের টিম নিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম প্রফেশনালস ক্রিকেট লিগ (সিপিসিএল)-২০১৮। ডেকাথলন বাংলাদেশের উদ্যোগ ও ম্যাফ সুজ লিমিটেডের সহযোগিতায় বন্দর স্টেডিয়ামে ৯ থেকে ২৭ মার্চ এ টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে চট্টগ্রামের প্রথম সারির ১৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। সেগুলো হচ্ছে ম্যাফ সুজ লিমিটেড, ডেকাথলন বাংলাদেশ, ফোরএইচ গ্রুফ, ইয়াংওয়ান গ্রুপ, এসএ গ্রুফ, ইউএফএম বিডি লিমিটেড, এলিট পেইন্ট, কোটস বাংলাদেশ, হোটেল আগ্রাবাদ, বিএসআরএম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনুস্কো গ্রুপ এবং একে খান গ্রুপ। নগরীর বন্দর স্টেডিয়াম, হালিশহরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ ও পিএইচ আমিন একাডেমি স্কুল মাঠে টুর্নামেন্টের ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিসিএল আয়োজক কমিটির আহ্বাবায়ক জসীম আহমেদ।
তিনি বলেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কারের মূল্যমান নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা ও রানার আপ টিমের জন্য ১ লাখ টাকা। টুর্নামেন্টে প্রতি ম্যাচে থাকবে ম্যান অব ম্যাচের পুরস্কার। আরও রয়েছে বেস্ট ব্যাটস ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও বেস্ট বোলার অব দ্যা টুর্নামেন্ট।
সম্মেলনে ম্যাফ সুজ লিমিটেডের ডিজিএম মো. আতাউর রহমান, এলিট পেইন্টের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শাহজালাল, ইউএফএম বিডি লিমিটেডের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় কাস্তগীর, জান্ট এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন, আবু মোহাম্মদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
জসীম আহমেদ আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধ সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ ক্রিকেট লিগের আয়োজন। বিশেষ করে ব্যবসার পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে ব্যবসায়ীদের উৎসাহিত করা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, পারস্পরিক আস্থা বাড়াতে এ ক্রিকেট লিগ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তৈরিতে ক্রীড়ার ভূমিকাকে সামনে নিয়ে এসে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করাই এর উদ্দেশ্য।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |