চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় মার্কেট ভাংচুর


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে হামলা চালিয়ে একটি মার্কেট ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় মার্কেটের কয়েকটি দোকানে লুটপাট করা হয়। গত বুধবার সন্ধ্যায় বহদ্দার হাটে স্বজন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাসান মুরাদ (৪০), ব্যবসায়ী স্বপন বৈষ্ণব(৪৩), উত্তম বাবু (৩৭), নান্টু দত্ত (৩০) আহত হন। আহতদের মধ্যে হাসান মুরাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া জানান, স্থানীয় এক নেতার নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী মার্কেটের দ্বিতীয় তলার ইউর চয়েস নামে রেডিমেট গার্মেন্টসের ১৩৩ নং দোকানে হামলা করে। এসময় তারা ৩ রাউন্ড ফাঁকা গুলি করে পুরা মার্কেটে আতংক ছড়িয়ে দেয়। এ ছাড়া কয়েকটি দোকানে, মার্কেটের সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দিতে গেলে তারা হাসান মুরাদসহ ৭/৮ জন ব্যবসায়ীকে মারধর করে জখম করে। যাওয়ার সময় তারা দোকান গুলোতে তালা লাগিয়ে দেয়। ঘটনার সময় পুরা মার্কেটে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনাস্থল পরিদর্শনকারী চান্দগাঁও থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ সেখানে হামলা করেছে।