ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের সেবাসমূহ জনগনের দৌর গোড়ায় পৌঁছে দিবে চট্টগ্রামের জেলা প্রশাসন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, চট্টগ্রাম আমার প্রিয় নগরী। পাহাড়, নদী আর সমতল বেষ্টিত চট্টগ্রাম মানুষের কাছে সেবা পৌঁছে দেবে চট্টগ্রামের জেলা প্রশাসন। আমাদেরকে উন্নয়নশীল দেশ থেকে স্বল্পন্নত দেশ গড়ার দৃঢ প্রত্যয়ে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার া সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে নবাগত জেলা প্রশসকের দায়িত্ব গ্রহনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এ এ মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব)ইয়াছমিন পারভিন, সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন প্রমূখ। জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতিগুলো তুলে ধরেন লেখনির মাধ্যমে। আর তা দেখেই প্রশাসন অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে থাকে। তাই মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সেবাসমূহকে জনগনের কাছে পৌঁছে দিতে চট্টগ্রাম জেলার উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে জনগনের সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসক ৪৮০ জন ভিক্ষুক পুনবার্সন করেছেন। সরকারের কাছে আরো বাজেট চাওয়া হয়েছে। আরো ৩ হাজার ৭৩৭ জন ভিক্ষুককে পূনবার্সন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রধিকতার ভিত্তিক ১০টি প্রকল্পের উপর গুরুত্ব দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ করবে। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসক কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদ, চাকতাই খালকে অবৈধ দখলমুক্ত করা ও এর দুই পাড়ে রাস্তা তৈরী করার জন্য সিডিএ ও সিটি কর্পোরশনকে সহযোগিতা করা হবে। হালদা নদী দূষণ রোধ ও পাহাড় ধস রোধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। যানজট নিরসনে নগরীর তিনটি এলাকায় বাস ও ট্রাক টার্মিনাল করার ব্যবস্থা গ্রহনে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে প্রয়োজনে জমি অধিগ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |