চট্টগ্রামে ১৫ মার্চ বিএনপির জনসভা


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৫ মার্চ জনসভার আয়োজন করছে । নগরীর লালদীঘি মাঠে জনসভার বিষয়ে কথা বলতে গতকাল রোববার দুপুরে নগর পুলিশ কমিশনার মো.ইকবাল বাহারের সঙ্গে দেখা করেছেন সাত সদস্যের প্রতিনিধি দল। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এম এ আজিজ, উত্তর জেলা বিএনপি নেতা চাকসু ভিপি মো.নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন ও আনোয়ার হোসেন লিপু। বৈঠকে উপস্থিত আবু সুফিয়ান জানান, দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে আগামী ১৫ মার্চ নগরীর লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেছি। এরই মধ্যে মাঠ বরাদ্দ নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছি। তিনি বলেন, পুশিল কমিশনারও আমাদের আশ্বস্থ করেছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা দেবে না। চাকসু ভিপি নাজিম উদ্দিন বলেন, পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। জনসভার বিষয়টি আন্তরিকভাবে দেখবেন বলে আমাদের আশ্বস্থ করেছেন।