চট্টগ্রাম বেতারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রাম ব্যুরো: স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’- এ শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ বেতার,চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড় ঘুরে পুরনায় বেতার ভবনে এসে শেষ হয়। অনুষ্ঠানে কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু তাহের(রায়হান), উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেনসহ চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকুশলী এবং বেতারের অনেক শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।