ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে ঘাটের আধিপত্য বিস্তারে মরিয়া চারটি গ্রুপ : নিয়ন্ত্রণে বড় ভাইরা নিজে হাতে চারটি খুন করা হানিফ কারাগারে : অন্যরা বহাল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা সদরঘাট। ঘাটের নিয়ন্ত্রণ দখল-বেদখলকে কেন্দ্র করে প্রায়ই এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সংঘর্ষ বাঁধে। এখানে আধিপত্য বিস্তার নিয়ে সক্রিয় রয়েছে চারটি গ্রুপ। প্রতিটি গ্রুপ নিয়ন্ত্রণে একজন করে বড়ভাই রয়েছে। বড় ভাইদের ছত্রছায়ায় খুনের ঘটনাও ঘটেছে একাধিক। এখানে বেশ কয়েকজন দুধর্ষ সন্ত্রাসী ও খুনী রয়েছে। এর মধ্যে হানিফ নামে এক খুনি গ্রেফতার হলেও অন্যরা বহাল থাকায় জনমনে আতংক থামছেনা। পুলিশ জানায়, হানিফ একাধিক খুন করেছে। তার বিরুদ্ধে চারটি খুনের ঘটনার অভিযোগ রয়েছে। একই ঘটনায় জড়িত ফোরকানও। কথায় কথায় ছুরিকাঘাত ও গুলি করে ভাড়াটে খুনি হানিফ। খুনে ব্যবহৃত অস্ত্রও বড় ভাইয়েরা সরবরাহ করে। তাদেরই ভাড়াটে হিসেবে কাজ করে সে। শরীরের চেয়ে মাথা অপেক্ষাকৃত মোটা তাই ঘাটে ‘মাথা মোটা হানিফ’ নামেই পরিচিত কুমিল্লার এ যুবক। একটি খুনের ঘটনায় প্রায় দুই বছর জেলে ছিল হানিফ। জামিনে বের হয়ে পর পর আরো তিনটি খুনের ঘটনায় অংশ নেয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা হানিফকে গত শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। একই সাথে তার খালাতে ভাই সন্ত্রাসী ফোরকানকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এই দুইজন কারাগারে রয়েছে। এদের মধ্যে অন্য গ্রুপের খুনীরা এখনও প্রকাশ্য ঘোরাফেরা করায় জনমনে আতংক বিরাজ করছে। সদরঘাট থানার পরিদর্শক (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, হানিফ পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি খুনের ঘটনার অভিযোগ রয়েছে। একই ঘটনায় জড়িত ফোরকানও। এসব খুনে জড়িত থাকার কথা স্বীকার করে গত শনিবার দু’জনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে হানিফ। এর আগে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ জানায়, তার বাড়ি কুমিল্লার বাগুরা থানায়। তবে জন্ম আর বেড়ে ওঠা সদরঘাট এলাকায়। পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব মাদারবাড়ি কামাল গেটে থাকে। হানিফ বলে, সদরঘাটে আধিপত্য বিস্তার নিয়ে চারটি গ্রুপ রয়েছে। জহির উদ্দিন বাবর, খলিলুর রহমান নাহিদ, আবু কাইছার ও কাজী মাহবুবুল হক এটলি এসব গ্রুপ নিয়ন্ত্রণ করেন। হানিফ বাবরের অনুসারী। অধিপত্য বিস্তার নিয়ে ২০১৩ সালের ২৬ নভেম্বর শাহজাহান হোটেলের সামনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় গনি গ্রুপের প্রধান ওসমান গনিকে। এ ঘটনায় গ্রেফতার হয়ে প্রায় দুই বছর কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে আবারো ফিরে যায় বড় ভাইয়ের কাছে। ২০১৬ সালের ১৫ মার্চ কামাল গেট এলাকায় গুলি করে হত্যা করা হয় জাহেদকে, একই বছরে ৭ এপ্রিল সাহেবপাড়া খাজা আজমীর ফার্নিচার দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় ইদ্রিসকে এবং একই বছরের ১১ জানুয়ারি মিউনিসিপ্যাল স্কুলের মাঠে হত্যা করা হয় মামুনকে। মাথা মোটা হানিফ বলে, ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের প্রায় সময় সংঘর্ষ বাঁধে। বড় ভাইদের নির্দেশে ঘাট নিয়ন্ত্রন আলাদা আলাদা গ্রুপ কাজ করে। অনেক সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও খুনের ঘটনা সংগঠিত হয়। ইদ্রিস হত্যায় সরাসরি অংশ নেয়ার কথা জানিয়ে হানিফ বলে, ইদ্রিস খুবই খারাপ ছিলো। এলাকার মেয়েদের প্রতি খারাপ নজরে তাকাতো। আমি জাহাঙ্গীর মাঝির সাথে থাকতাম। জাহাঙ্গীরের বোনকে শ্নীলতাহানি করতে চেয়েছিলো ইদ্রিস। তাই জাহাঙ্গীরের ভাই আলম মাঝিসহ মিলে ইদ্রিসকে গুলি করে হত্যা করি। আর খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র দিয়েছিলো বড় ভাই। সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, সদরঘাটে দুইজন হানিফ রয়েছে। দুইজনই পেশাদার সন্ত্রাসী। একজনকে হানিফ নামেই পরিচিত।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |