চলে গেলেন ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী


নিজস্ব প্রতিবেদক:প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার(৬ মার্চ ) বেলা পৌনে একটায় তিনি মারা যান।ল্যাব এইড হাসপাতালের অতিরিক্ত মহাব্যবস্থাপক(কর্পোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান লেনিন সারাবাংলাকে জানান,কার্ডিয়াক অ্যাটাকে ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা গেছেন। গত ২৩ ফেব্রুয়ারি কিডনি জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।তবে তার অবস্থা স্থিতিশীল ছিল। হঠাৎ আজ তার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় বেলা ১২ টায় তাকে সিসিইউতে নেওয়ার পর তিনি মারা যান।
ফেরদৗসী প্রিয়ভাষিণীর বড় ছেলে কারু তিতাস সারাবাংলাকে বলেন,‘ মা খুবই ভাল ছিলেন। সকালেও নাস্তা করেছেন। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল বুঝতেই পারলাম না।’
তিনি জানান, অস্ট্রেলিয়াতে থাকা ছোট ভাই কাজী শাকের তূর্য বুধবার দেশে ফিরলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। সে পর্যন্ত মরদেহ ল্যাব এইডের হিমঘরে রাখা হবে।
দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগসহ বেশ কয়েকটি অসুখে নানা জটিলতায় ভুগছিলেন ৭০ বছর বয়সী এই ভাস্কর।
তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী জানান, বেশি অসুস্থ হয়ে পড়ায় গত ২৩ ফেব্রুয়ারি তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর একটার কিছু আগে তিনি মারা যান।
এর আগে,গত ডিসেম্বরে একটি মাইল্ড স্ট্রোক হয় প্রিয়ভাষিণীর। সেসময় প্রথম অবস্থায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা চলে প্রিয়ভাষিণীর। কিন্তু পরে অবস্থা খারাপ হলে ল্যাব এইডের চিকিৎসক বোর্ড জানায়, তাদের পক্ষে প্রিয়ভাষিণীকে আরো উন্নত চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাকে দেশের বাইরে নিয়ে যাবার সুপারিশ করেন সেখানকার চিকিৎসকরা। কিন্তু পারিবারিকভাবে সে সময় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।