চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর অভিষেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান : আমাদের হতদরিদ্রের পাশে দাঁড়াতে হবে


বিশ্বজিৎ পাল, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন শহরে অবস্থানরত চাঁদপুরবাসীদের সংগঠন চাঁদপুর জেলা কল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠন সম্পন্ন হয়েছে। মহানগরীর হালিশহরস্থ সিটি হলে গত ৬ এপ্রিল শুক্রবার দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবদুল মন্নান পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক, পরিষদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার ঘোষ (এম জে এফ)। প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আ ন ম শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মেঝবা উদ্দিন আহমদ, আবদুস ছোবহান পাটোয়ারী, ফয়েজ আহমদ, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর উপ-কর কমিশনার মুরাদ আহমদ, সাবেক সহকারী কর কমিশনার মামুনর রশিদ, লায়ন আবিদ আলী ভূঁঞা, নাজিমুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি ও বর্তমান উপদেষ্টা খোকন চন্দ্র ভট্টাচার্য্য, পরিষদের কর্মকর্তা জহিরুল ইসলাম সুজন, খান হুমায়ন কবির, আনোয়ার হোসেন, আবদুস ছোবহান, জহির হোসেন খান, হুমায়ুন কবির মিয়াজী, আমান উল্লাহ আমান, এ কে এম মোরশেদ , আবু হেনা মোস্তফা কামাল, মোতাহের হোসন প্রমূখ। প্রধান অতিথি বলেন, আমাদের হতদরিদ্রের পাশে দাঁড়াতে হবে। তিনি পরিষদের সকলককে ঐক্যবদ্ধ হয়ে গরীব দুখীদের কল্যাণে এগ্রিয়ে আসার আহবান জানান।
পরিষদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার ঘোষ (এম জে এফ) সমাজের বিত্তবান মানুষদেরকে অসহায় ও গরীব দুখী মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে গরীব ও অসহায় মানুষ যেমন আছে তেমনি বিত্তবান মানুষদেরও অভাব নেই। সমাজের প্রতিটি বিত্তবান যদি গরীব দুখীদের পাশে এসে দাড়াঁয়, তাহলে সমাজে অসহায় ও দুখী মানুষের সংখ্যা কমে যাবে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আবদুল মন্নান পাটোয়ারী আগস সকলকে অভিনন্দন জানান। তিনি পরিষদের সকল সদস্যদের পক্ষে প্রধান অতিথিকেও শুভেচ্ছা জানান। সংগঠনের সাধারণ সম্পাদক সমিতি রেজিস্ট্রেশন পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে সংবধিত হওয়া কৃতি শিক্ষার্থীদের আগামীদে আরো ভালোভাবে লেখা পড়ার পরামর্শ দেন। দিলরুবা খানমের উপস্থাপনায় সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।