চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়া সংগঠক সানাউল হক পিন্টুর কুলখানি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক সানাউল হক পিন্টুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিয়াউর রহমান, নবাবগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, এ্যাড. আব্দুল ওদুদ, শফিকুল আলম ভোতা, মিজানুর রহমান মিজুসহ শহরের ৪ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। উল্লেখ্য, বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক সানাউল হক পিন্টু গত শনিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।