চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চামাবাজার এলাকা থেকে সোমবার দুপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জের লছমানপুর টাপ্পু গ্রামের মনিরুজ্জামানের ছেলে আক্তারুল ইসলাম। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, একজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যাসায়ীর অস্ত্রসহ অবস্থানের গোপন খবর পেয়ে দুপুর আড়াইটায় চামাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চামাবাজার থেকে কানসাটগামী সড়কের সেতুর নিকট থেকে ওইসব অস্ত্রসহ আক্তারুলকে আটক করা হয়। এ ব্যাপরে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।