চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও মানবন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহষ্পতিবার সকালে পৌরসভার উদ্যোগে শহরে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। “সময় এখন নারীর-উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবন ধারা” শ্লোগানে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর সিরাজুম মনিরাসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মিনহাজুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ মামুনুর রশিদসহ পৌর কাউন্সিলরবৃন্দ ও নারী কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া দিবসটিকে সামনে রেখে সকালে ক্লাব সুপার মার্কেটের সামনে মানববন্ধন করে চাঁপাইনবাবগঞ্জ এর সচেতন নাগরিক কমিটি (সনাক)। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম ফারুক মিঠুন, সদস্য উম্মে সালমা হ্যাপী, স্বজন সদস্য নইমুল বারী, এনজিও কর্মী তৌহিদা খাতুন, ব্র্যাক প্রতিনিধি শাহনুর সুলতানসহ অন্যরা। বক্তারা দিবসের তাৎপর্য ও নারীর অধিকার তুলে ধরে সকল ক্ষেত্রে নারী অধিকার নিশ্চিতকরণ ও এ সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে বক্তব্য রাখেন। পৃথক সভায় নারী নির্যাতন বন্ধে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়। এদিকে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারের নেতৃত্বে নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়া বিভিন্ন এনজিও উদ্যোগেও বিশ্ব নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।