চাঁপাইনবাবগঞ্জে এক জেএমবি সদস্য আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে এক জেএমবি সদস্য আটক হয়েছে। আটক জেএমবি সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে মোস্তফা জামাল। জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার বারঘরিয়া সুইজগেট এলাকায় গোপন বৈঠক চলাকালে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ৫’শ গ্রাম গানপাউডারসহ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে মোস্তফা জামালকে আটক করে। মোস্তাফা জামাল কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এস.আই সবুর খান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়। এব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।