চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজনে র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াৎ মো. রহমতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব, জেলা শিশু একাডেমির কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহ অন্যরা। ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত শিক্ষা সপ্তাহ চলবে। সপ্তাহের শেষ দিন আলোচনা ও প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।