চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলা ট্রাক ও মোটর, বাস, ট্যাংক-লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে মোট ১৯টি পদে ৬৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৪ হাজার ২৬৪জন ভোটার একটি ভোট কেন্দ্রে ১০ বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, সাইদুর রহমান (মোটর সাইকেল), শহিদুল ইসলাম (গমের শীষ) ও আইয়ুব আলী (চেয়ার প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদেও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। গামছা প্রতীকে আনারুল ইসলাম আনার, স্টীয়ারিং প্রতীকে আব্দুল খালেক ও বাই সাইকেল প্রতীক নিয়ে আজগার আলী ভোটযুদ্ধে লড়াই করছেন। নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বরসহ আশপাশের ২’শ গজের মধ্যে নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে সাদা পোষাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নির্বাচনী এলাকায় কাজ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। বিকেলে ভোট গ্রহণ শেষে গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, জেলা ট্রাক ও মোটর, বাস, ট্যাংক-লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সাইদুর রহমান। এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।