চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কাছে বিএনপি’র স্মারকলিপি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বেলা ১১টায় শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ফুড অফিস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ্যাড. রবিউল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ বিভিন্ন স্তরের বিএনপি নেতা-কর্মীরা। সমাবেশের শেষ দিকে পুলিশ সমাবেশস্থলের মাইক বন্ধ করে দেয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।