চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিক সচেতনতা দিবস উদযাপন ॥ ফ্রি চিকিৎসা ক্যাম্প


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ডায়াবেটিক সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিক রোগের চিকিৎসক ও ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাঃ ওমর ফারুক, মেডিকেল অফিসার ডাঃ নাজমা সুলতানা (লোপা) ও ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাসুমউজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। ক্যাম্পে ডায়াবেটিক বিভাগে ১৫০জন, হৃদরোগ বিভাগে ৭০ জন, ফ্রি ইসিজি করা হয় ৭০ জন ও দন্ত বিভাগে ২০ জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাশ একাউন্টস অফিসার মোঃ ইবনে সাউদ ও এক্সপেরিমেন্টাল অফিসার মোহাঃ হোসেন আলীসহ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।