চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১লা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন জেলা নাটাবের সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, প্রয়াসের নির্বাহী পরিচালক ও গৌড় বাংলা’র সম্পাদক মো. হাসিব হোসেনসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, জেল সুপার শফিকুল আলম, এনএসআই’র সহকারি পরিচালক মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নামোশংকরবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড. অধ্যাপক কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক রওশন আরা, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, সমাজসেবক মনিম উদ দৌলা চৌধুরী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আলমগীর হোসেন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক এম কোরাইশী, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আগামী ১৪ এপ্রিল ১লা বৈশাখ ১৪২৫ যথাযথভাবে উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী আপ্যায়ন, গ্রামীণ খেলাধুলা, চিত্রাংকন, লাঠিখেলাসহ জেলা প্রশাসকের চত্বরে বৈশাখী মেলার আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। শিশুদের জন্য বেশি আনন্দ ও বিনোদনের ব্যবস্থা নেয়ার জন্যও বলেন তিনি। নববর্ষ সুষ্ঠভাবে উদযাপনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। জেলা প্রশাসক আরো জানান, র্যালীতে অংশগ্রহণকারিদের মধ্যে ১০টি সুসজ্জিত দলকে পুরস্কার দেয়া হবে। সন্ধ্যার পূর্বেই নববর্ষের সকল অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।