ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিটল-নিলয় গ্রুপের ৩ দিনব্যাপী ‘মেগা সার্ভিস ক্যাম্প’

আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন মোটরযান এর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “নিটল-নিলয় গ্রুপ” এর ৩ দিনব্যাপী মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “নিটল-নিলয় গ্রুপ” ও চাঁপাইনবাবগঞ্জের মোটরসাইকেলের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ’ এর যৌথ উদ্যোগে সোমবার সকালে সদর উপজেলার বারঘরিয়া সৃষ্টি নন্দন পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী ৩ দিনব্যাপী এই মেগা সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন নিলয় মোটরস লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার মোঃ আবু আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলয় মোটরস লিমিটেডের হেড অফ সার্ভিস (হিরো মোটরসাইকেল) মোঃ মনিরুজ্জামান, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, নিটল-নিলয় হিরো’র অনুমোদিত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিনিধি আয়েশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আল রাজিবুল ইসলাম, নিলয় মোটরস লিমিটেডের বগুড়া জোনের রিজিওনাল ম্যানেজার খালেদ মেহেদী। মেগা ক্যাম্পে “হিরো মোটরসাইকেল” এর ফ্রি সার্ভিস, ফ্রি লেবার, গিফট, ফ্রি টেকনিক্যাল সাপোর্ট, স্পেয়ার পার্টস-এ ১০% ডিসকাউন্ট, জেনুইন হিরো ইঞ্জিন ওয়েল-এ ৫% ডিসকাউন্ট এবং লটালীর ড্র এর ব্যবস্থা রয়েছে। সোমবার প্রায় ১৭০টি মোটরসাইকেলের সার্ভির্সিং করা হয়েছে। ৩ দিনে প্রায় ৮’শ ‘হিরো’ মোটরসাইকেল ও আগের ‘হিরো হোন্ডা’র সার্ভিস দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১ম দিনের জন্য গাড়ি একটু কম, কিন্তু ২দিনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ‘মেগা সার্ভিস ক্যাম্পে’ নতুন হিরো মোটরসাইকেল বিক্রিরও ব্যবস্থা রয়েছে। ক্যাম্পে মোটরসাইকেল ক্রয় করলে আকর্ষণীয় উপহার রয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |