চাঁপাইনবাবগঞ্জে নিলয় মটরস এর টেকনিশিয়ানদের নিয়ে মতবিনিমিয়


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মোটরসাইকেল জগতে এক অনন্য নাম ‘হিরো’ মটরসাইকেল। ‘হিরো’ মটরসাইকেল এর খুচরা যন্ত্রাংশ আরও বেশী বেশী বাজারজাত করণের লক্ষে জেলার বিভিন্নস্থানের মটরসাইকেল টেকনিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা হয়। নিলয় মটরস লিমিটেড ও পশাল এন্টারপ্রাইজ এর যৌথ আয়োজনে সোমবার দুপুরে শহরের ‘চাঁপাই ফুড ক্লাব’ হোটেলে এই মতবিনিময় সভা হয়। এসময় জেলা প্রায় ৭০ জন মটরসাইকেল টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জানানো হয়, ‘হিরো’ মটরসাইকেল এর বিভিন্ন সুবিধা পেতে হলে প্রথমে টেকনিশিয়ানকে কোম্পানীর নিয়ম মোতাবেক রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন হলেই তিনি “হিরো” কোম্পানীর একজন সদস্য হিসেবে গণ্য হবেন। ‘হিরো’ মটরসাইকেল এর খুচরা যন্ত্রাংশ বিক্রির জন্য কোম্পানীর পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা দেয়া হয়েছে। কোম্পানীর আয়োজনে টেকনিশিয়ানদের প্রশিক্ষনের ব্যবস্থাও নেয়া হবে। টেকনিশিয়ানগণ স্পেশাল টুলস ক্রয় করতে চাইলে ৫০% ভাগ ছাড়ে টুলসগুলো পাবেন। কোন কেটনিশিয়ান ৫ হাজার টাকার যন্ত্রাংশ বিক্রি করলে তিনি পাবেন একটি ওয়েলকাম গিফট। এছাড়া কোম্পানী নতুন কোন মডেল এর মটরসাইকেল বাজারজাত করলে, ‘হিরো’ কোম্পানীর সদস্য টেকনিশিয়ানদের নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা নেয়ার পরিকল্পনা কোম্পানীর রয়েছে। তবে এসব সুযোগ সুবিধা পেতে হলে, সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে প্রাথমিকভাবে ৬ মাস পরীক্ষামূলকভাবে তাঁর কার্যক্রম লক্ষ্য করা হবে।