ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নিয়োগ পরীক্ষায় ৬ ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল (টিআরসি-ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অর্থের বিনিময়ে মূল প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়েছে ৬ ভূয়া পরীক্ষার্থী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস্ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢাকা কলেজের ছাত্র ময়মনসিংহ সদর উপজেলার গোলাম মোস্তফার ছেলে সমসের আলী, রংপুর পীরগঞ্জের রহমত ইসলামের ছেলে সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকোনা জেলার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ছাত্র পলাশ আহমেদ, বরিশাল সদর উপজেলার সামসুল আলমের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাসরিফ আলম ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মুখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাসেল আহম্মেদ। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম জানান, জেলার শিবগঞ্জ উপজেলার ৬ জন প্রার্থীর হয়ে আটককৃতরা পুলিশ সুপারের স্বাক্ষর জাল এবং ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেয়। এতে তাঁদের উপর সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা তারা স্বীকার করে। সন্ধ্যায় আটককৃত ৬ জনকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কোন ৬ জনের প্রক্সি দিতে এসেছিল তাঁরা, তাঁদেরকেও সনাক্ত করা হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |