চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেটলীগ এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ প্রথম বিভাগ ক্রিকেটলীগ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেটলীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ক্রিকেটলীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার ও শফিকুল আলম ভোতা, ক্রিকেট কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, জোসনারা অটো রাইস মিলের স্বত্তাধিকারী ও গ্রামীণ ট্রাভেলস্ এর মালিক মোঃ মোখলেশুর রহমান, সদস্য ও জেলা ক্রিকেট কোচ মশিউর রহমান মিঠু, সদস্য আজমল হোসেনসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মিতালী সংঘ বনাম পাইওনিয়ার ক্রিকেট দল। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ ফরিদ সায়েম ও আব্দুল্লাহিল কাফি জনি। প্রথম বিভাগ ক্রিকেটলীগে অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে, পদ্মা গ্রুপে-মিতালী সংঘ, পাইওনিয়ার ক্রিকটে দল, সবুজ সংঘ, রহনপুর মুক্তমহাদল ও কানসাট ক্লাব এবং মহানন্দা গ্রুপে-আলীনগর গ্রুপ, জেলা হ্যান্ডবল একাডেমী, নবাবগঞ্জ ক্রিকটে দল (এন.সি.সি), বন্ধন ক্রীড়াঙ্গন ও রংধনু বহুমুখী সমাজ কল্যান প্রতিষ্ঠান।