চাঁপাইনবাবগঞ্জে বখাটের হামলায় স্কুলছাত্রী আহত ॥ রাজশাহীতে মেডিকেলে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় এক সহপাঠীর সাথে রিক্সাযোগে বিদ্যালয়ে যাওয়ার সময় বখাটের হামলায় (ছুরিকাঘাত) এক স্কুলছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে হামলার শিকার স্কুল ছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রী চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবস্তি এলাকার আব্দুস সামাদের মেয়ে ও কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী খাতুন (১৩)। হামলাকারী বখাটে শহরের রেলবস্তি এলাকারই মৃত ফাকুর ছেলে মনিরুল (২৫)। তবে এঘটনা ঘটানোর পর আশপাশের লোকজন ছুটে আসলেও হামলাকারী বখাটে মনিরুল পালিয়ে যায়। সাথীর পেটে ও পিঠে প্রায় ৪টি স্থানে গুরুতর ছুরিকাঘাত করে মনিরুল এবং একইসাথে সহপাঠী রোজিনাকেও আক্রমনের চেষ্টা করে। এঘটনায় সদর থানা পুলিশ মনিরুলের স্ত্রী রুবীনা, বোন শাহীন আরা ও জাহানারাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে, রেলবস্তি এলাকার ফাকু আলীর বখাটে ছেলে মনিরুল (২৫) দু’দিন ধরে সাথীকে উত্যক্ত করছিল। প্রতিদিনের মতোই বুধবার সকালে রোজিনা নামে তাঁর এক বান্ধবীকে নিয়ে রিক্সাযোগে স্কুল যাচ্ছিল সাথী। পথে হুজরাপুরের বাক্সপট্টি এলাকায় বখাটে মনিরুল রিক্সার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে এ্যালোপাথাড়ি কুপিয়ে জখম করে সাথীকে। পরে স্থানীয় লোকজন সাথীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. খাইরুন নেসা জানান, সাথীর পেটের দু’ যায়গা বাম উরু এবং ডান বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাথীর ভাই আলী হাসান ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, টিফিন কেনার জন্য বুধবারে সকালে স্কুল যাওয়ার সময় জলযোগ মোড়ে রিক্সা থামালে মনিরুল ছুরি নিয়ে আক্রমন করে। এর আগেও ২০১৩ সালে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধ হলে সাথীর ভাই আলী হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে এই মনিরুল। সে ঘটনায় মামলা এখনও বিচারাধীন রয়েছে। এই পূর্ব শত্রুতার জের ধরে এই আক্রমনের ঘটনা ঘটতে পারে। তবে এর আগে ছিনতাইকারী ও মাদকাসক্ত মনিরুল একাধিকবার কারাগারে গেছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম রেল বাগান বস্তি এলাকা পরিদর্শণ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রী সাথীর উপর হামলাকারী বখাটে মনিরুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।