চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে শহরের পাঠানপাড়াস্থ বিএনপির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর থানা যুবদল যুগ্ম আহ্বায়ক বাবর আলী, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, পৌর ছাত্রদল সভাপতি মীম ফজলে আজিমসহ অন্যরা। বক্তারা জিয়া অরফানেজ ট্রাষ্ট দূণীর্তি মামলাকে সাজানো দাবী করে মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। একই সাথে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর চলমান অন্যায়, জুলুম, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।