ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র ৬টি আগ্নেয়াস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটারগান, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে ৯ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপি টহল দল বুধবার সকাল ৭টার দিকে মাস্তানমোড় এলাকার পাঁকা সড়কে অবস্থান নেয়। এসময় ৩ জন চোরাকারবারী ২টি মোটরসাইকেলযোগে দ্রুতবেগে টহল দলকে অতিক্রম করে গেলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। প্রায় ৩ কিলোমিটার যাবার পর দুজন অস্ত্র চোরাকারবারী ১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তিনি আরো বলেন, তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪টি ওয়ান শ্যুটারগান, ১১ রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। চোরাকারবারীর সাথে জড়িত দুজন সনাক্ত হয়েছে। তারা হচ্ছে, শিবগঞ্জের মনাকষা-সাহাপাড়া কামায়েতপাড়া গ্রামের আজিজুল মেকারের ছেলে মো. মিরাজ (৪০) ও একই উপজেলার মোল্লাটোলা তেলকুপি গ্রামের শীষ মোহম্মদের ছেলে মো. শাহীন (২২)। এ ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ফেনসিডিল ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করে সনাক্ত পলাতকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |