চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকাতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” শ্লোগানে বৃহষ্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম মনজুর রেজা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান। চাঁপাইনবাবগঞ্জের এনডিসি নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, জেলা বাজার ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুল ইসলাম, ক্যাবের জেলা সভাপতি মো. আব্দুল হান্নানসহ অন্যরা। কর্মসুচীতে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোঃ নাজমুল হক, চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র, চেম্বারের পরিচালকসহ অন্যরা।