চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসে র্যালী ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব যক্ষèা দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে “নেতৃত্ব চাই যক্ষ্মা নিমূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ যক্ষ্মা হাসপাতাল চত্বরে সমাবেশ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এম.এ মাতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, যক্ষ্মা ও কুষ্ট নিয়ন্ত্রণ অফিসার মোঃ মাসুদুল আলম, নার্সিং ইন্সটিটিউটের পরিচালক মতিয়ারা বেগম, নাটাবের জেলা শাখার সভাপতি মনিম উদ দৌলা চৌধুরী, যক্ষ্মা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ অসিত কুমার। এসময় নাটাব সদস্য এ্যাড. আবু হাসিব, মোঃ আনিসুর রহমানসহ নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা, শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।