ঢাকা, বুধবার, ২২শে মার্চ ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা গড়তে প্রেসব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জেলায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষে প্রেসব্রিফিং করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ও জেলা তথ্য অফিস। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনসহ অন্যরা। প্রেসব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা অংশ নেয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এবং জেলাকে মাদকমুক্ত করতে মিডিয়াকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন”-প্রতিপাদ্যে ব্রিফিং-এ দেশে সাম্প্রতিক সময়ে মাদক দ্রব্যের অপব্যবহারের ব্যপকতা উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত এর বিস্তার রোধ না করা গেলে ভয়াবহ বিপর্যয় থেকে সমাজের কেউ রক্ষা পাবেন না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে, কিশোর ও নারীদের মাঝেও এখন মাদক ছড়িয়ে পড়েছে। সাংবাদিকসহ সংশ্লিষ্টদের শুধু পেশাগত কারণেই নয়, সামাজিক ও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেও মাদক বিরোধী জনসচেতনতা গড়ে তুলতে কাজ করা উচিৎ। আইন দিয়ে বা বর্ডার বন্ধ করে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের সকলকে সচেতন হতে হবে। অভিভাবকদের সচেতন করতে হবে সন্তানদেরকেও। মাদকের ভয়াবহতা তুলে ধরে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সন্তানদের উদ্বুদ্ধ করতে হবে। উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ২০১৭ সালে ৬৬৫টি মাদক বিরোধী অভিযানে ২১৩ জনকে আসামী করে ১৯২টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ১১৫০ বোতল ফেন্সিডিল, ১৫ হাজার ১১৯ পিস ইয়াবা, ৬০৪ গ্রাম হেরোইন, ১ হাজার ১৪টি নেশাজাতীয় ইনজেকশন, পৌনে ২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১৪৫ লিটার চোলায় মদ, চোলায় মদ তৈরীর উপকরণ (ওয়াশ) ১৬০০ লিটার, ১১৮ লিটার তাড়ী, ৭টি মটরসাইকেল, ৫টি বাইসাইকেল, ১০টি মোবাইল সেট, ১টি ট্রাক, চাউল, হেরোইন মাপা ডিজিটাল যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা হয়েছে ১০৪টি, মাইকিং, লিফলেট বিতরণ, পোষ্টারিং, স্টিকার, ব্যানার, মাদক বিরোধী ছোট টেলিফিল্ম, মসজিদে মাদক বিরোধী, সেমিনার, ওয়ার্কসপ, বিল বোর্ড স্থাপন, ফেস্টুন, মাদক বিরোধী দেয়াল লিখনসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন     |     গাংনীতে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা     |     মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড     |     প্রধানমন্ত্রীর ঘর পেয়ে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনরা পেল নতুন জীবন     |     শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন     |     এক স্কুলে পড়ে ১০ জোড়া যমজ ভাই-বোন      |     পরিষদ গঠনের ১৩ মাস পার না হতেই, স্বজনপ্রীতি, অনিয়ম, জন্ম সনদ গ্রহণে টাকা গ্রহণসহ নানা অভিযোগ গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউরের বিরুদ্ধে মেম্বরদের অনাস্থা ও পরিষদ বর্জনের ঘোষনা।     |     ঠাকুরগাঁওয়ে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আম     |     লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল     |     মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন     |