চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে ২৫ মাদক সেবী আটক বিভিন্ন মেয়াদে সাজা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ মাদক সেবীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজিবুল আলম। র্যাব মঙ্গলবার রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জের আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) নতুন স্টেডিয়াম এলাকার আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মাদক সেবীরা হচ্ছে, শহরের হুজরাপুর এলাকার মৃত. মনতাজ আলীর ছেলে রাজু আহমেদ (৩০), আলীনগর গ্রামের মোঃ আব্দুল গফুর এর ছেলে মোঃ গোলাপ (২৪), জিয়ানগর হুজরাপুর গ্রামের মোঃ দুখু মিয়ার ছেলে মোঃ আশরাফুল ওরফে কালু (৪০)। আলীনগর গ্রামের আব্দুল কাইয়ুম আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮), মৃত সওদাগরের ছেলে মোঃ ফুয়াদ আলী (৩৭), দূর্গাপুর এলাকার মৃত তাইফুর রহমানের ছেলে মোঃ দুলাল মিয়া (৪২), ইসলামপুর এলাকার মোঃ গোলাপ আলীর ছেলে মোঃ ফরহাদ (৩৩), চাঁদলাই (কাঠালিয়াপাড়া) মৃত কুরান আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৩), শিবতলা (চাইপাড়া) মোঃ নাসির উদ্দিনের ছেলে মোঃ গোলাম মোস্তাকিন (১৮), বারঘরিয়া (নতুনবাজার) এলাকার মৃত ভদুর ছেলে মোঃ সানোয়ার (২০), শিবতলা (নতুনপাড়া) এলাকার মোঃ গুলজার আলীর ছেলে মোঃ শুকুর আলী (২০), বালুবাগান মহল্লার মোঃ রাজুর ছেলে মোঃ তোহিদ (২৪), মোঃ আকছার আলীর ছেলে মোঃ আঃ কাদের (২৫), মোঃ নাসের ইসলাম (৩৫), মোঃ আব্দুর রহমান (৩৪), মোঃ কবির (৫০), শ্রী রনজিত মন্ডল (২৭), মোঃ আব্দুল আলিম (৩০), আব্দুল কালাম (৪০), মোঃ জীবন (২০), মোঃ জুয়েল (২২), মোঃ রবিউল ইসলাম (৩০), মোঃ কালু (৫৬), মোঃ কামাল উদ্দিন (৪০) ও মোঃ ফিরোজ (৪০)। সাজাপ্রাপ্তদের কারাদন্ড ও আর্থিক দন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।