ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ২৫ মাদক সেবী আটক বিভিন্ন মেয়াদে সাজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ মাদক সেবীকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজিবুল আলম। র‌্যাব মঙ্গলবার রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জের আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) নতুন স্টেডিয়াম এলাকার আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মাদক সেবীরা হচ্ছে, শহরের হুজরাপুর এলাকার মৃত. মনতাজ আলীর ছেলে রাজু আহমেদ (৩০), আলীনগর গ্রামের মোঃ আব্দুল গফুর এর ছেলে মোঃ গোলাপ (২৪), জিয়ানগর হুজরাপুর গ্রামের মোঃ দুখু মিয়ার ছেলে মোঃ আশরাফুল ওরফে কালু (৪০)। আলীনগর গ্রামের আব্দুল কাইয়ুম আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮), মৃত সওদাগরের ছেলে মোঃ ফুয়াদ আলী (৩৭), দূর্গাপুর এলাকার মৃত তাইফুর রহমানের ছেলে মোঃ দুলাল মিয়া (৪২), ইসলামপুর এলাকার মোঃ গোলাপ আলীর ছেলে মোঃ ফরহাদ (৩৩), চাঁদলাই (কাঠালিয়াপাড়া) মৃত কুরান আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন (২৩), শিবতলা (চাইপাড়া) মোঃ নাসির উদ্দিনের ছেলে মোঃ গোলাম মোস্তাকিন (১৮), বারঘরিয়া (নতুনবাজার) এলাকার মৃত ভদুর ছেলে মোঃ সানোয়ার (২০), শিবতলা (নতুনপাড়া) এলাকার মোঃ গুলজার আলীর ছেলে মোঃ শুকুর আলী (২০), বালুবাগান মহল্লার মোঃ রাজুর ছেলে মোঃ তোহিদ (২৪), মোঃ আকছার আলীর ছেলে মোঃ আঃ কাদের (২৫), মোঃ নাসের ইসলাম (৩৫), মোঃ আব্দুর রহমান (৩৪), মোঃ কবির (৫০), শ্রী রনজিত মন্ডল (২৭), মোঃ আব্দুল আলিম (৩০), আব্দুল কালাম (৪০), মোঃ জীবন (২০), মোঃ জুয়েল (২২), মোঃ রবিউল ইসলাম (৩০), মোঃ কালু (৫৬), মোঃ কামাল উদ্দিন (৪০) ও মোঃ ফিরোজ (৪০)। সাজাপ্রাপ্তদের কারাদন্ড ও আর্থিক দন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |