চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ আহসান হাবিব (২৩) নামে একজনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আহসান হাবিব একই উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের মো. মর্তূজার ছেলে। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিগুলো উদ্ধার করা। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল-মুরাদ বৃহস্পতিবার সকালে এক প্রেসনোটে জানান, অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে সাহাপাড়া বাজার থেকে শিংনগর সীমান্তগামী সড়কে মুন্সিপাড়া মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ আটক করা হয় আহসান হাবিবকে। সে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে, বলে জানিয়েছে র্যাব। এঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।