চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ককটেল ও গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবাগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১৩টি ককটেল ও ৫’শ গ্রাম গানপাওডার উদ্ধার করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিষ্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার জানায়, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ানের গড়াইপাড়া এলাকায় অভিযান ১৩টি ককটেল ও ৫’শ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে সদর উপজেলার গড়াইপাড়া এলাকার গড়াইপাড়ার বাঁশঝাড়ের ভিতরে রাত সোয়া ১টার দিকে ঝটিকা অভিযান চালিয়ে ১৩টি তাঁজা ককটেল ও ৫শ গ্রাম গানপাউডার উদ্ধার করে উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক দ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।