চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে ২’শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যামেপ্র সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলী গ্রামের আব্দুর রাকিবের ছেলে মোঃ মাসুদ রানা (৩২)। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এঘটনা ঘটে। র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে শনিবার দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারঘরিয়া হালদারপাড়াস্থ সুুইচগেট এলাকায় অভিযান চালায়। এসময় ২০০ হেরোইনসহ শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলী গ্রামের আব্দুর রাকিবের ছেলে মোঃ মাসুদ রানাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। আটক মাসুদ রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসংক্রান্তে তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করছে এবং তারা হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।