চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এইচ.এস.সি, এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস, বিতরণ ও সকল বোর্ডের পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে মো. নুরুজ্জামান ওরফে নিশান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। নুরুজ্জামান বড় জামবাড়িয়া গ্রামের মো. কামরুজ্জানের ছেলে। সোমবার বিকেলে ভোলাহাটের জামবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল-মুরাদ জানান, ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ এর মত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচ.এস.সি, এস.এস.সি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে নুরুজ্জামানকে আটক করা হয়েছে। সে এস.এস.সি, এইচ.এস.সি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন সদস্য বলে জানিয়েছে র্যাব। তার নিকট থেকে ৩টি মোবাইল ফোন সেট, ২৬টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এঘটনায় ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।