ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণের বিষয়ে কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহষ্পতিবার দুপুরে ঢাকাস্থ ছায়ানীড় সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছায়ানীড় সংস্থার সভাপতি ড. এমএ ইউসুফ খান। সংবর্ধেয় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. মোহা. আহ্সান আলী। কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড় সংস্থার পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হায়াত মো. রহমতুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এ্যাড. আফসার আলী, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, শিশু একাডেমির কর্মকর্তা শফিকুল আলম, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, নামোশংকরবাটি উলুম মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইমরান আলী, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, সমাজসেবক মবিন উদ দৌলা চৌধুরী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগমসহ অন্যরা। শেষে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণের প্রতিযোগিতা হয় এবং শুদ্ধ বানান ও উচ্চারণের বিষয়ে লিফলেট দেয়া হয় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মাঝে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |