চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর মোড়ে সড়ক দূর্ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মুত্যৃ হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনেই সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি। নিহত চিকিৎসক মোঃ আশরাফুল ইসলাম (৫২) কল্যানপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সুত্র জানায়, প্রতিদিনের মত গ্রামে বিভিন্ন রোগীর চিকিৎসা শেষে পৌর এলাকার বিদিরপুরে ঔষধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক আশরাফুল। বাড়ি পার্শ্বে এসে পৌছলে পাশ থেকে একটি অটোবাইকে ধাক্কা লাগে প্রথমে। তারপর অপর দিক থেকে আসা একটি ট্রাকটরের চাকার সাথে জোরে ধাক্কা লাগলে রাস্তার উপর ছিটকে পড়ে আশরাফুল এবং ঘটনাস্থলেই মারা যায় সে। চাঁপইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, দুপুরে বাড়ী ফেরার পথে বিপরীতমুখী একটি ট্রাকটর পল্লী চিকিৎসক আশরাফুলের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আশরাফুল। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে আ্যম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মারা যায় আশরাফুল।