চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের মিধা বিকাশ ও অভিজ্ঞতা অর্জনের লক্ষে ৩দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারী ৩দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” স্লোগান এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন, অব. অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমানসহ অন্যরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে অনুষ্ঠিত এই মেলায় ২০ টি বিদ্যালয় স্টল বসিয়েছে। শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।