চাঁপাইনবাবগঞ্জে ৪৮৯০ পিস ইয়াবাসহ আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মহনন্দা নদীর পাড় থেকে ৪৮৯০ পিস ইয়াবাসহ বেলাল হোসেন নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জাননো হয়, ক্যাম্পের স্কোয়াডন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ক্যাম্পের একটি দল। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মহনন্দা নদীর পাড় থেকে ৪৮৯০ পিস ইয়াবাসহ মৃত হাবিবুর রহমানের ছেলে বেলাল হোসেন (৫২)কে আটক করা হয়। বেলাল ওই এলাকার মাদক ব্যবসায়ী চক্রের শীর্ষ ও মূল হোতা, মাদক স¤্রাট এবং দীর্ঘদিন থেকেই ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সাথে জড়িত। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।