চাঁপাইনবাবগঞ্জে ৭ই মাচ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ- পুস্তক প্রদর্শণী ও আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শহরে মুক্ত মঞ্চে শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা আওয়ামীলীগ। বুধবার সকালে ৭ই মার্চের ইতিহাসের কথা স্মরণ করে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান আরমান, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনক, সেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান টিয়া, নিউটন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, জেলাআওয়ামী যুব মহিলালীগের সভানেত্রী এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের সভাপতি রুহুল আমিনসহ পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরী অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় দিকসটি উপলক্ষে অফিস মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক পুস্তক প্রদর্শণীর আয়োজন করা হয়। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পরিবেশন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিকে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শণের আয়োজন করা হয়।