চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি কাজল ॥ সেক্রেটারী আকরাম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত মোসাদ্দেক হোসেন কাজল সভাপতি ও আকরামুল ইসলাম আকরাম সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচনে কার্যনির্বাহী ১৫ পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতি, সেক্রেটারী জেনারেলসহ ৯ পদে নির্বাচিত হন। অপরদিকে আ’লীগ ও সমমনাদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা জয়ী হন ৫ পদে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১ বছর মেয়াদের কমিটির জন্য ২০৮ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা ৬ টায় মূখ্য নির্বাচন কমিশনার এ্যাড. শাহজাহান হোসেন ফলাফল ঘোষণা করেন। বর্তমান সভাপতি মোসাদ্দেক হোসেন কাজল ৯৮ ভোট পেয়ে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন ডলার পেয়েছেন ৮৩ ভোট। সেক্রেটারী জেনারেল পদে সাবেক সেক্রেটারী জেনারেল আকরামুল ইসলাম আকরাম পেয়েছেন ১১১ ভোট। প্রতিদ্বন্দ্বী বর্তমান সেক্রেটারী জেণারেল নজরুল ইসলাম (২) পেয়েছেন ৭১ ভোট। সহ-সেক্রেটারী জেনারেলের একটি পদে দু জন প্রার্থী সমান ভোট (৯১) পাওয়ায় ওই পদে পূণ:নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।