ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের অভিষেক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ। বুধবার বিকেলে শহরের স্বরপনগরস্থ শ্রমিক ভবন মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি সকল নির্বাচিত সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্র্যাংকলরী ও কাভার্ড ভ্যান ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক আসগার আলী, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সাইফুল ইসলাম রেজা, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়াসহ অন্যরা। সকলকে একসাথে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান বক্তারা। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী জেলা ট্রাক ও মোটর, বাস, ট্যাংক-লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ১৯টি পদে ৬৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৪ হাজার ২৬৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |