ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ পুুলিশ সুপারের প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে প্রেস ব্রিফিং হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে জেলায় নারী ও শিশু নির্যাতন সহায়তা ডেক্সের সাফল্য তুলে ধরেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম। পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বলেন, জেলায় পারিবারিক বিভিন্ন বিরোধ, বিশেষ করে যৌতুক সংক্রান্ত মামলা কমছে। অনেকের সংসার আবারও জোড়া লেগেছে। তিনি আরও বলেন, সম্প্রতি ওই ডেক্স ইনচার্য এস.আই ইসমততারা ‘বাংলাদেশ ওমেন পুলিশ এওয়ার্ড’ লাভ করার পর এই ব্রিফিং আয়োজন করা হয়। ব্রিফিং-এ জেলার তথ্য তুলে ধরে পুলিশ সুপার বলেন, গত ৯ মাস আগে স্থাপিত ডেক্সে এ পর্য়ন্ত ৯৬টি অভিযোগের মধ্যে শেষ পর্যন্ত মামলা করতে হয়েছে মাত্র ১১টি। বিকল্প বিরোধ নিস্পতি-শান্তিপূর্ণ আপোষের মাধ্যমে সুষ্ঠু সমাধান হয়েছে ৫০টি। স্বামী গৃহে ফেরত গেছেন ২৬ জন। নিস্পতির প্রক্রিয়ায় রয়েছে ৯টি অভিযোগ। পুলিশ সুপার বলেন, নারী ও শিশু সহায়তা ডেক্স মুলত: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় বিচার্য অভিযোগগুলি নিয়ে কাজ করছে। এ ব্যাপারে প্রচার প্রচারণা বাড়লে এ সংক্রান্ত দীর্ঘ সুত্রিতার ও ঝামেলাপূর্ণ মামলা জট কমে আসবে। অভিযোগকারী ও অভিযুক্ত দু’পক্ষই উপকৃত হবেন। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম ও ইকবাল হোছাইন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল হাই সরকার, সহায়তা ডেক্স ইনচার্য় ইসমততারা ও সুফলভোগী নারীরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |