চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ৭ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধণা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত এবং আরো ভালো ফলাফলে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭ সালের পরীক্ষায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭২৬ শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সোমবার বিকেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংবর্ধণা দেয়া হয়। পৌরসভা পার্ক জাহাঙ্গীর মুক্ত মঞ্চে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জস্থ এ´িম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, প্যানেল মেয়র-২ মিনহাজুল ইসলাম, প্যানেল মেয়র-৩ মোসাঃ মোসলেমা বেগম মুসি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, নবাবগঞ্জ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাসিনুর রহমান, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম কবীর, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ ও কামরুন্নেসা কান্তা। শেষে শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা জানানো হয়। বক্তরা বলেন, একজন শিক্ষার্থীর জন্য শুধু ভাল ফলাফল করা বড় বিষয় নয়। জীবনে মানুষের মত মানুষ হিসেবে গড়ে ওঠাই তার প্রধান লক্ষ্য হওয়া উচিত। আর এ ব্যাপারে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকেই দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান বক্তারা