চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে ও নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচি ইউজিআইপির আওতায় অফিস ব্যবস্থাপনা পৌরসভা অফিস ব্যবস্থাপনা বিষয়ক ২৪তম প্রশিক্ষণ হয়েছে। বুধবার সকালে পৌরসভার হলরুমে সেমিনারে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপি সেমিনারে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। বক্তারা পৌরসভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।