চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসিক সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌরসভার উন্নয়ন ও সমস্যা সমাধানের লক্ষে মাসিক সভা হয়েছে। বুবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, প্যানেল মেয়র-২ মোঃ মিনহাজুল ইসলাম, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম। সভায় পৌরসভার নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মেয়র নজরুল ইসলাম ও কাউন্সিলরগণ। মাসিক সভায় পৌরসভার সকল সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পুরুষ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার পানি সরবরাহ, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সমস্যাগুলো সমাধানে করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরের জন্য সকল প্রকার সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান।