চাঁপাইনবাবগঞ্জ র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১


আশরাফুল ইসলাম রঞ্জু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে শুক্রবার দুপুরে ২কেজি গাঁজাসহ আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজিজুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমবাড়িয়া পুলপাড়ার তেজামুল হকের ছেলে। র্যাব-৫ এক প্রেসনোটে জানায়, দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল আজিজুলের বসত বাড়িতে অভিযান চালায়। এসময় ২কেজি গাঁজাসহ আজিজুলকে আটক করা হয়। মাদকদ্রব্য বিক্রির গোপন খবরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অভিযানে নেতৃত্ত্ব দেন। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।