ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাই-সোনামসজিদ রেললাইন সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রমজান আলী। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এর নেতৃত্বে প্রকল্প পরিদর্শনের পর চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে সংক্ষিপ্ত মতবিনিময় করেন রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রমজান আলী। মতবিনিময় সভায় তিনি বলেন, পুরাতন রেল স্টেশন থেকে শহরের পুরাতন বাজারের মধ্য দিয়ে মহানন্দা নদীর উপর হয়ে সোনামসজিদ পর্যন্ত লাইন সংযোগ হলে সবচেয়ে ভালো হবে এবং পুরাতন রেলস্টেশন হতে মহানন্দা নদীর দূরত্ব অনেকটাই কম। জমি অধিগ্রহণ অনেক সহজ হবে। প্রধান প্রকৌশলী বলেন, আপনাদের সংসদ সদস্য আব্দুল ওদুদ অক্টোপাসের মত সোনামসজিদ পর্যন্ত রেল সংযোগের জন্য লেগে আছেন। তারই প্রচেষ্টায় পরিকল্পনা মন্ত্রণালয় হতে চলতি বছরের ৬ মার্চ প্রাথমিক অনুমোদন হয়েছে। প্রধান প্রকৌশলী আরও জানান, চাঁপাই-সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপনের ডিজাইন, টেন্ডারের জন্য সকল ডকুমেন্ট প্রস্তুত করা হয়েছে। যা ৯ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে চাঁপাই-সোনামসজিদ, পঞ্চগড় হতে বাংলাবান্ধা, ডোমরা হতে ভটিমারীর সমীক্ষার কাজ শুরু হয়েছে। আগামী ৩০ জুন ২০১৯ সালের মধ্যে সমীক্ষা সম্পন্ন করে কাজ শুরু হবে। এছাড়াও একটি নতুন প্ল্যাটফরম নির্মাণ, রেল কর্মচারীদের আবাসিক বিশ্রামাগার ও অতিরিক্ত রেললাইন স্থাপনও হবে বলে প্রধান প্রকৌশলী জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ম্যানেজার মনিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও রেলওয়ের বিভিন্নস্তরের কর্মকর্তারা। সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সুস্বাধু আম বাজারজাতকরণ রেল সংযোগের মধ্যদিয়ে দেশীয় অর্থনীতি চাঁপাইনবাবগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এসব বিষয়ে দৃষ্টি দিয়ে রেলওয়ের প্রধান প্রকৌশলীর চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনকে ইতিবাচক ও চাঁপাইনবাবগঞ্জের জন্য মাইল ফলক বলে অবহিত করেন। এমপি চাঁপাইনবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশা-পাশি সোনামসজিদ হয়ে আন্তদেশীয় রেল সংযোগের দাবী জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন হয়ে পাঠানপাড়া পুরাতন রেলস্টেশন পর্যন্ত রেলওয়ের জায়গা পরিদর্শন করেন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |