ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চা চোরাচালান রোধ ও সঠিক তথ্য প্রাপ্তির জন্যে “টি সফট” অ্যাপের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি:স্মাট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ চা বোর্ডের ইনোভেশন কার্যক্রমের আওতায় চা চোরাচালান রোধ ও সঠিক তথ্য প্রাপ্তিতে “টি সফট” অ্যাপের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী অ্যাপের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম।
জেলা প্রশাসক মো জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী ও সরাসরি বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন সহ চা চাষী, কারখানা মালিক, টি বিডার সহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চা চাষীদের চায়ের নায্য দাম নিশ্চিতে চায়ের গুনগত মান বৃদ্ধি, কারখানা থেকে তৈরী চা চোরাচালান রোধ, কর ফাঁকি প্রতিরোধ, চা সংশ্লিষ্ট বিষয়ে সঠিক তথ্য নিশ্চিতে টি সফট চা সংশ্লিষ্ট সকলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে চা চাষী ও কারখানা মালিকদের আর্থিকভাবে লাভবান হতে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |