ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চা-শ্রমিকদের শীতবস্ত্র দিল জেনেসিস ফাউন্ডেশন 

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। ক্রমশ কমছে তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপতা। হিমালয়ের হিম বাতাসে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিপযর্স্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন৷ সেই সকল শীতার্ত চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন।
বুধবার (১১ জানুয়ারী) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীবাজারের পাশে চা-বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠনটি৷ দেশ জুড়ে শীতার্ত জেলাগুলোতে তাদের এ কর্মসূচি চলমান রয়েছে৷ শীতবস্ত্র পেয়ে তৃপ্তির হাসি ফুটেছে চা-শ্রমিকদের৷
শীতবস্ত্র পাওয়ার পর চা-শ্রমিক খয়রুন বেগম বলেন, এবারে খুবে ঠান্ডা করেচে। আগের বছরত এত ঠান্ডা করেনি। বাতাসখান খুব ঠান্ডা লাগেচে৷ বাড়িত নতুন কম্বল নায়,এলা
একটা নতুন কম্বল দিলে ঠান্ডা খান কম লাগিবে৷
সেচ্ছাসেবী সংগঠন জেনেসিস ফাউন্ডেশনের সহ-সভাপতি  রাফিজ খান বলেন, গত পাঁচ বছর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছি আমরা৷ ঠাকুরগাঁও জেলায় শীতের মাত্রা বেশ প্রখর থাকে৷ এ জেলার মানুষের জন্য এটি একটি ট্রাজেডি। সেজন্য আমরা এ জেলার বিভিন্ন পেশাজীবির মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি৷ বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের আমরা এ উপহার দিচ্ছি।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |