ঢাকা, বুধবার, ২২শে মার্চ ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চা-শ্রমিকদের শীতবস্ত্র দিল জেনেসিস ফাউন্ডেশন 

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। ক্রমশ কমছে তাপমাত্রা বাড়ছে শীতের প্রকোপতা। হিমালয়ের হিম বাতাসে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিপযর্স্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন৷ সেই সকল শীতার্ত চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন।
বুধবার (১১ জানুয়ারী) বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গীবাজারের পাশে চা-বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠনটি৷ দেশ জুড়ে শীতার্ত জেলাগুলোতে তাদের এ কর্মসূচি চলমান রয়েছে৷ শীতবস্ত্র পেয়ে তৃপ্তির হাসি ফুটেছে চা-শ্রমিকদের৷
শীতবস্ত্র পাওয়ার পর চা-শ্রমিক খয়রুন বেগম বলেন, এবারে খুবে ঠান্ডা করেচে। আগের বছরত এত ঠান্ডা করেনি। বাতাসখান খুব ঠান্ডা লাগেচে৷ বাড়িত নতুন কম্বল নায়,এলা
একটা নতুন কম্বল দিলে ঠান্ডা খান কম লাগিবে৷
সেচ্ছাসেবী সংগঠন জেনেসিস ফাউন্ডেশনের সহ-সভাপতি  রাফিজ খান বলেন, গত পাঁচ বছর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছি আমরা৷ ঠাকুরগাঁও জেলায় শীতের মাত্রা বেশ প্রখর থাকে৷ এ জেলার মানুষের জন্য এটি একটি ট্রাজেডি। সেজন্য আমরা এ জেলার বিভিন্ন পেশাজীবির মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি৷ বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের আমরা এ উপহার দিচ্ছি।

You must be Logged in to post comment.

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন     |     গাংনীতে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা     |     মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড     |     প্রধানমন্ত্রীর ঘর পেয়ে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনরা পেল নতুন জীবন     |     শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন     |     এক স্কুলে পড়ে ১০ জোড়া যমজ ভাই-বোন      |     পরিষদ গঠনের ১৩ মাস পার না হতেই, স্বজনপ্রীতি, অনিয়ম, জন্ম সনদ গ্রহণে টাকা গ্রহণসহ নানা অভিযোগ গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউরের বিরুদ্ধে মেম্বরদের অনাস্থা ও পরিষদ বর্জনের ঘোষনা।     |     ঠাকুরগাঁওয়ে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আম     |     লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল     |     মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন     |