চিরিরবন্দরে ইট বহনকারী ট্রলির অবাধ চলাচলে ক্রমশ: ভেঙ্গে যাচ্ছে সড়ক


মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃদিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আশেপাশে গড়ে ওঠা ইটভাটার সড়ক গুলোতে প্রভাবশালী ইটভাটা মালিকদের ইট বহনকারী অবাধ চলাচলে ক্রমশ: ভেঙ্গে যাচ্ছে সড়ক। এদের বেপরোয়া চলাচলে চরম কিপূর্ন হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারন মানুষের পথ চলাচল। অবস্থা এমন যে চিরিরবন্দরের আশেপাশের আবাসিক এলাকাসহ মহাসড়ক ও গ্রামীন সড়কে প্রতিনিয়ত এসব ভারী যান চলাচলে সড়ক গুলো ভেঙ্গে যাত্রীবাহী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এসব দানবীয় যান চলাচল বন্ধে কর্তৃপক্ষের কোন উদ্দোগ নেই।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিরা ইটভাটা ব্যবসার সাথে জড়িত থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে চলছে সড়ক উন্নয়ন কাজ, অপরদিকে দানবীয় যান চলাচলে ফের ভেঙ্গে যাচ্ছে সড়ক। চিরিরবন্দরে অধিকাংশ সড়কসহ গ্রামীন কাঁচা সড়ক, মহাসড়কে এসব দানবীয় ভারী যানবাহন চলাচল ও সড়কের উপর ইট, কাঁচামাটি ফেলাসহ নির্মান সামগ্রী প্রস্তুত করার কারনে অধিকাংশ সড়ক দেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। কোথায়ও কোথাযও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের।
তবে এ ব্যাপারে সড়ক রক্ষার স্বার্থে ভারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করার কথা জানতে চাইলে এসব চলাচল বন্ধে ব্যাপক জনসমর্থন সৃষ্টির কথা বলছেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।