ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চিলাহাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)  উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত । 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চিলাহাটিতে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি উত্তর কেতকীবাড়ি প্রধান পাড়া ঈদগাহ্ মাঠ থেকে  থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) উপলক্ষে এই শোভাযাত্রা বের হয়।

পরে শোভাযাত্রাটি চিলাহাটি পতিটি সড়ক প্রদক্ষিণ করে, পরে উত্তর কেতকীবাড়ি প্রধান পাড়া ঈদগাহ্ মাঠে  এসে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয় এ সময় শোভাযাত্রায় নেতৃত্ব দেন, মাওলানা মুহাম্মদ আবু তাহের সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত ডোমার উপজেলা শাখা।

জশনে জুলুসের শোভাযাত্রায় সামনের সারিতে যারা ছিলেন তাদের হাতে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবি ছালামু আলাইকা’, ‘ইয়া রাসুল ছালামু আলাইকা’। অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। এ সময় তারা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে চিলাহাটিতে রাজপথ মুখরিত করে তোলেন।

মাওলানা মুহাম্মদ আবু তাহের সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলামের  সঞ্চালনায় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে হযরত মাওলানা সিরাজুল সালেকিন পীর সাহেব ভারত হলদিবাড়ি দরকার শরীফ

জশসে জুলুসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন মাওলানা সিরাজুল সালেকিন পীর সাহেব ভারত হলদিবাড়ি দরকার শরীফ।

এসময় উপস্থিত ছিলেন এ,টি,এম নাজমুল আলম জোনা সভাপতি জামেয়া তাহেরিয়া বদরুল আমল রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসা।   বিশিষ্ট সমাজসেবক মোহাব্বত হোসেন বাবু, রবিবার ইসলাম স্বাধীন সাধারণ সম্পাদক  বাংলাদেশ আওয়ামী লীগ কেতকীবাড়ি ইউনিয়ন শাখা,,প্রমূখ  অংশ গ্রহণ করেন।

You must be Logged in to post comment.

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |     লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪     |     মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |