চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ দোয়া।


মোঃ সুমন ইসলাম প্রামাণিক ডোমার নীলফামারী প্রতিনিধি:প্রচণ্ড খরতাপ রপন কৃত আবাদি জমির ফসল নষ্ট হওয়ায় উপকরণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বেশ কিছুদিন যাবত এই এলাকায় বৃষ্টিপাত না হওয়ায় এলাকার মানুষ আবাদি ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এরই লক্ষ্যে বিপত থেকে উদ্ধার পেতে চিলাহাটি খানকায়ে কারামতিয়া শরীফ প্রাঙ্গনে ইস্তিকার নামাজ আদায় করে মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শত শত মুসল্লিরা দুই রাকাত নামাজ পড়ে দোয়া প্রার্থনা করা হয় যেন আল্লাহ পাক এই বিপদ থেকে
মুক্তির জন্য এই প্রার্থনা করা হয়, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কারি একরামুল হক
আয়োজনে খানকায়ে কারামতিয়া শরীফ প্রাঙ্গনে ইস্তিকার নামাজ আদায় করে মুসল্লিরা। এতে বৃষ্টির জন্য ও প্রচণ্ড রৌদ্রতাপ থেকে মুক্তি চাইতে দোয়া করেন তারা।